• বুধবার, ২১ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

আক্কেলপুরে ১৪৪ ধারা জারি, বিএনপির একাংশের ভিন্ন স্থানে কমিটি ঘোষণা

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

জয়পুরহাটের আক্কেলপুরে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে পূর্বনির্ধারিত স্থান রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে এ আদেশ জারি করা হয়। তবে, আক্কেলপুর পৌর বিএনপির একাংশ কমিটি গঠনের জন্য বিকল্প স্থানে আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে পৌরসভার তিনটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী কলেজ বাজার ছোট সেতু এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে কমিটির তথ্য জানান।

১৪৪ ধারা জারি ও রাজনৈতিক উত্তেজনা

রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্বনির্ধারিত স্থানে কমিটি গঠনের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপির একাংশের নেতা-কর্মীরা কমিটি গঠনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। এ পরিপ্রেক্ষিতে প্রশাসন দুপুর ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

ভিন্ন স্থানে কমিটি ঘোষণা

কমিটি গঠনের পূর্বনির্ধারিত স্থান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় গিয়ে বিএনপির একাংশ কমিটি ঘোষণা করে। আলমগীর চৌধুরী জানান, ‘১৪৪ ধারা জারি থাকায় মাদ্রাসায় গিয়ে কমিটিগুলো গঠন করা হয়েছে।’ তিনি তিনটি ওয়ার্ড কমিটির নামও ঘোষণা করেন।

কমিটি সদস্যদের নাম

১ নম্বর ওয়ার্ড: সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ছামছুল, সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব।
২ নম্বর ওয়ার্ড: সভাপতি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী।
৩ নম্বর ওয়ার্ড: সভাপতি মোক্তাদুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাইফুল আকন্দ।

অন্য পক্ষের প্রতিক্রিয়া

অন্যদিকে, উপজেলা বিএনপির নেতা আবদুল ওয়াহেদ প্রামাণিক জানান, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় কোনো সম্মেলন হয়নি এবং কমিটি ঘোষণা করা হয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তা মিথ্যা। তিনি দাবি করেন, গোপনে ঘরে বসে কমিটি গঠন করা হয়েছে, যা দলীয় নেতা-কর্মীরা মানবেন না।

এই ঘটনার মাধ্যমে বিএনপির ভেতরে বিদ্যমান দ্বন্দ্ব এবং রাজনৈতিক উত্তেজনা আবারও প্রকাশিত হলো।


More News Of This Category
https://slotbet.online/