• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে মাদকাসক্ত পিতার হাতে জিম্মি তিন শিশু, ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় মাদকাসক্ত এক পিতার হাতে প্রায় ছয় ঘন্টা ধরে জিম্মি হয়ে থাকা তিন শিশুকে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার রেলবিটের পাশে মুক্তকন্ঠ মাঠ এলাকার বস্তির এক বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদকাসক্ত মোহাম্মদ সুমন (৩২) তার পাঁচদিনের নবজাতকসহ তিন শিশুকে নিজের ঘরে জিম্মি করে রাখেন। বাকি দুটি শিশুর মধ্যে একটি চার বছরের কন্যা এবং সাত বছরের একটি পুত্রসন্তান। সুমন মাদকাসক্ত অবস্থায় শিশুদের মেরে ফেলার হুমকি দিয়ে ঘরের ভেতর অবস্থান করছিলেন, যার ফলে পুলিশ এবং স্থানীয়রা ভেতরে প্রবেশ করতে পারছিল না।

অবস্থা গুরুতর হওয়ায় পুলিশ ফায়ার সার্ভিসের একটি টিমকে ঘটনাস্থলে ডাকে। ঘরের টিনের দেয়াল কেটে ভেতরে ঢোকার প্রস্তুতি নেয় তারা। একই সময় কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য একটি পুলিশ ভ্যান বাড়িটির পাশে প্রস্তুত রাখা হয়।

ছয় ঘণ্টার দীর্ঘ প্রতীক্ষা এবং চেষ্টার পর, ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশ সফলভাবে তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহায়তায় টিনের দেয়াল কেটে ভেতরে ঢুকে শিশুদের উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের থানায় নিয়ে যাওয়া হয় এবং মায়ের হাতে তুলে দেওয়া হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী চট্টগ্রাম প্রতিদিনকে জানান, “ভোরবেলায় আমরা তিন শিশুকেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছি এবং তাদের মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। মাদকাসক্ত পিতাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

মোহাম্মদ সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। তবে তিনি চট্টগ্রামে আকবরশাহ থানার মুক্তকন্ঠ মাঠ এলাকার বস্তিতে বসবাস করেন। সুমনের বাবা-মা দুজনেই মারা গেছেন। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সুমন স্থানীয়ভাবে মাদকব্যবসার সঙ্গেও জড়িত। প্রতিবেশীরা জানান, তিনি প্রায় প্রতিদিনই মাদকাসক্ত অবস্থায় স্ত্রীকে মারধর করতেন। রোববার রাতেও তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, “সুমন প্রায়ই মাদকাসক্ত হয়ে স্ত্রী ও সন্তানদের উপর অত্যাচার করতেন। আজকের ঘটনা আমাদের জন্য অনেক আতঙ্কের ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তিন শিশুর উদ্ধার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”


More News Of This Category
https://slotbet.online/