• বুধবার, ২১ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

নাশকতার মামলায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় নাশকতার মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সজীবুর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার দুকন্দিচর এলাকার বাসিন্দা এবং শাবিপ্রবির বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২১ মার্চ তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে সজীবুরকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতার মামলার আসামি এবং শিক্ষার্থী রুদ্র সেন হত্যা মামলারও অন্যতম অভিযুক্ত।

সজীবুরকে সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


More News Of This Category
https://slotbet.online/