• বুধবার, ২১ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান ব্রেন্ট নেইম্যান

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান আজ শনিবার ঢাকায় পৌঁছেছেন। তিনি যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যারা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম।

ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর এবং যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও রয়েছেন। এই প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা ওয়াশিংটন ও দিল্লি থেকে পৃথকভাবে ঢাকায় পৌঁছাবেন এবং আজ বিকেলে তারা একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রতিনিধিদলটি আগামীকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই দিন বিকেলে ব্রেন্ট নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গেও বৈঠক করবেন।

এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা এবং সম্পর্কের নতুন দিক উন্মোচন করা।


More News Of This Category
https://slotbet.online/