চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। ওয়াহিদুর রহমান (১৬) নামের ওই কিশোর বান্দরবান এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে পাঁচজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ওয়াহিদুর রহমানকে বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম’ উল্লেখ করা হয়েছে।
নতুন আক্রান্ত ও চিকিৎসাধীন রোগীদের তথ্য
সিভিল সার্জনের কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৪ জন সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে, ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১২ জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে এবং ৫ জন নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি
চট্টগ্রামে চলতি বছরে মোট ৭৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৪৩১ জন নগর এলাকায় এবং ৩৩৩ জন উপজেলায়। সেপ্টেম্বর মাসেই এখন পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে জানুয়ারিতে ৬৯ জন, ফেব্রুয়ারিতে ২৫ জন, মার্চে ২৮ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ১৭ জন, জুনে ৪১ জন, জুলাইয়ে ১৯৮ জন এবং আগস্টে ২০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে, যাঁদের মধ্যে ২ জন পুরুষ, ৬ জন নারী এবং ২ জন শিশু।
https://slotbet.online/