• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া নিশ্চিত করেছেন যে, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

শাজাহান খান দীর্ঘসময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথমবার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এছাড়া, তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও ছিলেন।


More News Of This Category
https://slotbet.online/