• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

সিরাজদিখানে কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবিতে প্রতিবাদ

Reporter Name / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজদিখানে কৃষি জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি সিরাজদিখান উপজেলার ঢাকা-দোহার সড়কের খারশুর বাজার এলাকায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে কৃষকরা দাবি করেছেন, বিগত সরকার কর্তৃক মুদ্রণ শিল্প পার্কের নামে খারশুর মৌজার মালিকানাধীন তিন ফসলি একশ একর কৃষি জমি অধিগ্রহণ বন্ধ করা হোক। এই কর্মসূচিতে প্রায় ১০টি গ্রামের ৫ শতাধিক কৃষকসহ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্বৈরশাসক শেখ হাসিনার সময়কার প্রশাসনিক ও দলীয় ক্যাডারদের মাধ্যমে জোর করে তাঁদের তিন ফসলি জমি অধিগ্রহণ করার পরিকল্পনা চলছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে কৃষকদের দুটি চিঠি পাঠানো হয়েছে, কিন্তু অধিগ্রহণ বন্ধের দাবিতে আগের যেসব প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেগুলো উপেক্ষিত হয়েছে।

কৃষকরা জানান, যেকোনো মূল্যে তাঁদের পৈত্রিক সম্পত্তি রক্ষা করবেন এবং প্রয়োজনে রক্ত দিয়ে হলেও কৃষি জমি রক্ষার অঙ্গীকার করেন।

শিল্প কলকারখানা সংক্রান্ত জমি অধিগ্রহণ প্রতিরোধ বিষয়ক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাসুদ রানা বিপ্লব অভিযোগ করেন, যাদের জমি নেই, সেই দালালরা কৃষি জমি অধিগ্রহণের নামে দখল করার চেষ্টা করছে। তিনি বলেন, বারবার বাধা দিলেও অধিগ্রহণের কাজ থামানো হয়নি এবং অধিগ্রহণ বিরোধী বক্তব্য জানালে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।

মাসুদ রানা বিপ্লব হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।


More News Of This Category
https://slotbet.online/