ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় এবার নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ১৮ বছর ২৯৫ দিন বয়সী তরুণ। এটাই প্রথমবারের মতো যে সামিত দ্রাবিড় অনূর্ধ্ব–১৯ দলের অংশ হয়েছেন। আসন্ন সিরিজে ভারতের বয়সভিত্তিক দলটি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে খেলবে। সিরিজটি হবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।
রাহুল দ্রাবিড়, ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি এবং টেস্ট ক্রিকেটের ‘দ্য ওয়াল’, এর ছেলে হওয়া সত্ত্বেও সামিতকে তার নিজের প্রতিভা দিয়ে পরিচিত হতে হবে। রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটে তার অনন্য ভূমিকার জন্য পরিচিত—তিনি শুধু একজন অসাধারণ ব্যাটসম্যানই নন, বরং সফল কোচ হিসেবেও তার নাম শোনা যায়, বিশেষ করে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপে জেতানোর জন্য।
সামিত দ্রাবিড় বর্তমানে বেঙ্গালুরুতে মহারাজা টি–২০ টুর্নামেন্টে মহীশূর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। যদিও এটি তার প্রথম টি–টোয়েন্টি টুর্নামেন্ট, তার পারফরম্যান্স তেমন চোখে পড়ার মতো ছিল না। সাত ইনিংসে ১১৩.৮৮ স্ট্রাইকরেটে মাত্র ৮২ রান সংগ্রহ করেছেন তিনি। মিডিয়াম পেস বোলিংয়ের ক্ষেত্রে তিনি এখনও পর্যন্ত বোলিংয়ের সুযোগ পাননি। আজই, তার অনূর্ধ্ব–১৯ দলে ডাক পাওয়ার দিনে, মহীশূরের হয়ে সেমিফাইনালে মাঠে নামবেন সামিত।
এর আগে, ২০২৩ সালের শুরুতে কর্নাটকের কুচবিহার ট্রফিতে সামিত দ্রাবিড় তার দক্ষতা প্রদর্শন করেছিলেন। এই চার দিনের টুর্নামেন্টে তিনি ৮ ম্যাচে ৩৬২ রান এবং ১৬টি উইকেট সংগ্রহ করেন। ফাইনালে মুম্বাইয়ের বিপক্ষে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সামিতের ক্রিকেট প্রতিভার সূচনা হয়েছিল আরও আগে, ২০২০ সালে মাল্লয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে ১৪৪ বলে অপরাজিত ২১১ রানের ইনিংসের মাধ্যমে। এছাড়া, ২০১৯ সালের ডিসেম্বরে ইন্টার জোনাল অনূর্ধ্ব–১৫ টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরির ইনিংসও তার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল।
আগামী মাসে, ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর, ভারতের অনূর্ধ্ব–১৯ দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিরুদ্ধে ৫০ ওভার সংস্করণের তিন ম্যাচের সিরিজ খেলবে। পরে, চেন্নাইয়ে ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে চার দিনের দুটি ম্যাচ।
সামিত দ্রাবিড়ের ক্রিকেট ক্যারিয়ারে এই নতুন অধ্যায়টি কেমন হয়, সেটি দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।