• বুধবার, ২১ মে ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

দি মারিয়া: আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের উজ্জ্বল তারকা।

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

আর্জেন্টিনার ফুটবল জগতের অন্যতম উজ্জ্বল নাম আনহেল দি মারিয়া। সম্প্রতি জুলাইয়ে কোপা আমেরিকা জয় করে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন এই উইঙ্গার। তার ক্যারিয়ার শেষে দুইটি কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয় তার সফলতার কথা আরো উজ্জ্বল করেছে। ২০২১ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে গোল করে তিনি দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দি মারিয়ার অবস্থান নিয়ে বিতর্ক চলছেই। অনেকেই মনে করেন, মেসি ও ম্যারাডোনার পর দি মারিয়া হতে পারেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার পারফরম্যান্স এবং পরিসংখ্যানও এই মতের প্রতি সমর্থন জানাচ্ছে। এ বিষয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হাভিয়ের মাচেরানো, যিনি উল্লেখ করেছেন যে মেসি ও ম্যারাডোনাকে বাদ দিলে দি মারিয়া গত ৪০-৫০ বছরে আর্জেন্টিনার সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে থাকবেন।

অপরদিকে, প্রয়াত বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি দি মারিয়াকে মেসি ও ম্যারাডোনার কাতারে রাখার মত উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, “দি মারিয়া এমন এক খেলোয়াড় যিনি সেরা ফুটবলারদের মধ্যে স্থান পাওয়ার যোগ্য। আমি তাকে কেম্পেস, ম্যারাডোনা ও মেসির কাতারে রাখব।”

এদিকে, দি মারিয়া নিজে কিভাবে নিজেকে আর্জেন্টিনার সেরা মনে করেন তা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “আমি মনে করি, লিও (মেসি) এবং ডিয়েগো (ম্যারাডোনা) অন্য গ্রহের। তাদের সঙ্গে খেলা এবং কোচ হিসেবে ডিয়েগোকে পাওয়া, এটুকুই আমার জন্য যথেষ্ট।”

এভাবে, দি মারিয়া নিজেকে আর্জেন্টিনার সেরা ফুটবলারের তালিকায় রাখতে প্রস্তুত হলেও মেসি ও ম্যারাডোনার বিশেষ অবস্থানকে সম্মান জানাচ্ছেন। ফুটবলের ইতিহাসে তার সাফল্য ও প্রভাব অসাধারণভাবে উজ্জ্বল হয়ে থাকবে।


More News Of This Category
https://slotbet.online/