চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ সেলিমের নিজের নামে অথবা তাঁর পিতা, মাতা, ছেলে, মেয়ে, ভাই বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে। শেখ সেলিম বর্তমানে কর অঞ্চল-১৫-এর করদাতা।
কর কমিশনার আহসান হাবিব জানিয়েছেন, নিয়মিত কর ফাঁকি রোধ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে শেখ সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। তাদের আয় ও ব্যয়ের হিসাব যাচাই-বাছাই করা হবে।
এ আগে, কর অঞ্চল-১৫ থেকে গত সপ্তাহে দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও তলব করা হয়েছিল।