• শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

দেশের আরও দুই পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব সনদ

Reporter Name / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব সনদের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আশুলিয়ার সাদাতিয়া সোয়েটার্স এবং গাজীপুরের এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড এই সনদ অর্জন করেছে। এতে দেশে পরিবেশবান্ধব পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা ২২৬-এ পৌঁছেছে।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এই সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে সাদাতিয়া সোয়েটার্স পেয়েছে লিড প্লাটিনাম সনদ, যার নম্বর ৯১। অন্যদিকে এক্সিকিউটিভ গ্রিনটেক্স অর্জন করেছে লিড গোল্ড সনদ, যার নম্বর ৬৯।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬০টি বাংলাদেশে অবস্থিত।

সংগঠনটির তথ্যানুসারে, পোশাক ও বস্ত্র শিল্পে লিড সনদ প্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে ২২৬ হয়েছে। এর মধ্যে ৮৯টি লিড প্লাটিনাম, ১২৩টি গোল্ড, ১০টি সিলভার এবং ৪টি অন্যান্য সার্টিফিকেট অর্জন করেছে।

বিশ্বের শীর্ষ ১০ পরিবেশবান্ধব কারখানার ৯টি বাংলাদেশে অবস্থিত। গাজীপুরের কোনাবাড়ীর এসএম সোর্সিং সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে। দেশের অন্যান্য শীর্ষ পরিবেশবান্ধব কারখানার মধ্যে রয়েছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।

পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার উদ্যোগে ২০১২ সালে দেশে পরিবেশবান্ধব কারখানার যাত্রা শুরু হয়, যা আজ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/