আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় জানিয়েছে যে, নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানকে এই থানার মামলার ভিত্তিতে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।