আজকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচির সময়ে ঢাকায় বিভিন্ন মানুষের ফোন তল্লাশি এবং হেনস্তার অভিযোগ উঠেছে। এ ধরনের কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট করে এমন কোনো কিছু তারা সমর্থন করেন না।
বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এক বার্তায় বলেন, “ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে এমন কার্যক্রমের আমরা বিরোধী। ফোন তল্লাশি এবং নাগরিকদের ব্যক্তিগত জীবন হরণ করার মতো কাজ পুরোনো বৈষম্যের নতুন উদাহরণ। তাই, আমরা এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।”
বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছে আন্দোলন। বার্তায় বলা হয়েছে, “আমরা সকলকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি, যেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় এবং জনজীবন আরও সুন্দর ও সুশৃঙ্খল রাখা সম্ভব হয়।”