প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৫৭ এ.এম
২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে: ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ২০২৫ সালের শেষ ভাগ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি তাঁর ভাষণে উল্লেখ করেন যে, যদি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা এবং নির্বাচনী সংস্কারে কিছু প্রাথমিক পরিবর্তন করা হয়, তবে ২০২৫ সালের শেষ দিকে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “যতটুকু সম্ভব প্রধান সংস্কারগুলি শেষ করে নির্বাচন আয়োজনের জন্য আমি বারবার অনুরোধ জানিয়ে এসেছি। তবে, যদি রাজনৈতিক সম্মতির ভিত্তিতে কিছু সীমিত সংস্কার করে ভোটার তালিকা ঠিকমতো তৈরি করা সম্ভব হয়, তাহলে নির্বাচন ২০২৫ সালের শেষের দিকে হতে পারে। তবে, যদি নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনের সুপারিশ এবং জাতীয় ঐকমত্যের আলোকে বড় ধরণের সংস্কার প্রয়োজন হয়, তাহলে এ ক্ষেত্রে আরও ছয় মাস সময় লাগতে পারে। এর ফলে, সাধারণভাবে বলা যায়, ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে।”
এছাড়া, ড. ইউনূস তাঁর ভাষণে আরো বলেন, সরকার নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে, যাতে নির্বাচন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.