প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৯:৫৭ এ.এম
ইতালীয় ফুটবলার মাঠে পড়ে যাওয়ার পর শারীরিক অবস্থার আপডেট দিল ফিওরেন্তিনা।
ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোভের শারীরিক অবস্থার ব্যাপারে সম্প্রতি কিছু ইতিবাচক খবর এসেছে। পরশু রাতে ইন্টার মিলানের বিপক্ষে খেলা চলাকালে হঠাৎ মাঠে অচেতন হয়ে পড়েন ২২ বছর বয়সী বোভ। এর পর তাকে তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হয়, এবং সেখানেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
এই পরিস্থিতির পর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল যে, বোভের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। গতকাল রাতে ফিওরেন্তিনার পক্ষ থেকে বোভের অবস্থার সেরা খবরটি শেয়ার করা হয়। তারা নিশ্চিত করে যে, ঘটনাটি পরবর্তী সময়ে বোভের চেতনা ফিরে এসেছে এবং তার শরীর থেকে লাগানো টিউবগুলোও সরানো হয়েছে। বর্তমানে তিনি সচেতন আছেন এবং সুস্থ আছেন।
বোভ তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তার ক্লাবের খেলোয়াড়রা, কোচ এবং কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে যান। তবে, তার শরীরে এমন অস্বাভাবিক পরিস্থিতি কেন ঘটেছিল, তা নিশ্চিত হতে কয়েকটি অতিরিক্ত পরীক্ষা করা হবে আগামীদিনগুলোতে।
গত রাতে মাঠে ফিওরেন্তিনার ও ইন্টার মিলানের ম্যাচের ১৬ মিনিটে হঠাৎ করেই বোভ মাঠে পড়ে যান। পরে তার অবস্থা গুরুতর হলে খেলা বন্ধ হয়ে যায়। বোভের মাঠে পড়ার সঙ্গে সঙ্গে দু'দল খেলোয়াড়রা চিকিৎসককে ডেকে পাঠান। বোভের এই আচমকা বিপত্তি দেখে খেলা আর শুরু হয়নি এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এডোয়ার্দো বোভ এবারের মৌসুমে ইতালির ক্লাব ফিওরেন্তিনায় যোগ দেন এএস রোমা থেকে ধারে। ইতোমধ্যে তিনি রোমার বিপক্ষে প্রথম গোলটি করেন। পাশাপাশি, ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন এবং জাতীয় দলের সঙ্গে অভিষেকের অপেক্ষায় ছিলেন। বোভের সাবেক ক্লাব রোমা, তার জন্য তাদের সমর্থন জানিয়ে আতালান্তার বিরুদ্ধে ম্যাচের আগে ‘ফোরজা এদো’ লেখা জার্সি পরে অনুশীলন করেছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.