• বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে আইনজীবী হত্যা ইসকনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ইসকনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একজন আইন বিভাগের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব বুধবার সন্ধ্যায় এক অফিস আদেশে এই তথ্য জানিয়েছেন। এদিকে, ওই শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গতকাল একাডেমিক সভায় গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা দাবি করেন, ওই শিক্ষার্থী আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত এবং হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা তার ইসকনের সঙ্গে সম্পর্ক থাকার কথাও উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন বিভাগের এই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে এর পরবর্তী প্রক্রিয়া আইনি পথে চলবে।”

এই ঘটনা ঘটে একদিন পর, যখন চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তার অনুসারীরা আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের মাঝে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তিনটি মামলা দায়ের করেছে এবং ২৮ জনকে গ্রেপ্তার করেছে।


More News Of This Category
https://slotbet.online/