প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১:১৪ পি.এম
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়, যার ফলে পাঁচজন নিহত হন এবং আরও দুজন আহত হন।
নিহতদের মধ্যে বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, সাজু মিয়া, লুৎফা বেগম, সানু বেগম এবং সফরজান বেগমের নাম পাওয়া গেছে। ঘটনার পর, পুলিশ জানিয়েছেন যে নিহতদের মধ্যে সম্পর্কের বিস্তারিত জানা যায়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে ওই রেলক্রসিংয়ের কাছে অটোরিকশাটি পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আর এক যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং কয়েকজন যাত্রীর শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।
লাকসাম রেলওয়ে থানার কর্মকর্তারা জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে বৈধ কোনো লেভেল ক্রসিং ছিল না। স্থানীয় সূত্রে জানা যায় যে, এই রেলক্রসিংটি অবৈধ ছিল এবং ট্রেন আসার সময় অটোরিকশাচালক রেললাইন পার হওয়ার জন্য হঠাৎ সেখানে চলে আসেন। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং মারাত্মক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.