প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:০১ এ.এম
চারুকলা ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের দ্বন্দ্ব, বিক্ষোভের ঘটনাপ্রবাহ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভবন নির্মাণকাজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুটি বিপরীত মতামত সৃষ্টি হয়েছে, যার কারণে সোমবার ক্যাম্পাসে তীব্র উত্তেজনা দেখা দেয়। চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ভবনের নির্মাণ কাজ পুনরায় শুরু করার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন, অন্যদিকে বিভিন্ন বিভাগের কিছু শিক্ষার্থী মাস্টারপ্ল্যান বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভবন নির্মাণ বন্ধ রাখার দাবি জানিয়ে প্রতিবাদে নেমে আসেন।
চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং নির্মাণ কাজ শুরুর জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। তবে আলোচনায় কোনো সমাধান না আসায় তারা সেখানে তালা ঝুলিয়ে দেন, ফলে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তারা ভবনের ভেতরে আটকে পড়েন। রাতে বিভিন্ন বিভাগের আরও কিছু শিক্ষার্থী এসে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, দাবি করে যে মাস্টারপ্ল্যানের অনুমোদন না পাওয়া পর্যন্ত চারুকলার ভবন নির্মাণ অবৈধ। উত্তেজনা আরও বৃদ্ধি পায়, এবং ২৮ নভেম্বর উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে কিছু সময়ের জন্য আন্দোলন স্থগিত করা হয়।
চারুকলা ভবন নির্মাণের পক্ষে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, প্রশাসনের সহায়তায় তারা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও রাতের বিক্ষোভকারীরা তাদের উদ্দেশ্যেপ্রধান অশালীন স্লোগান দিয়েছে। অন্যদিকে, নির্মাণ বিরোধী শিক্ষার্থীরা জানান, ভবনটি একটি পরিবেশগত সংকট তৈরি করবে, কারণ এখানে এক সময় অতিথি পাখির অভয়াশ্রম ছিল এবং অন্তত ১৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রশাসন জানিয়েছে, চলতি বছরের জুন মাসে বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে ভবন নির্মাণকাজ শুরু হয়, কিন্তু পরিবেশগত বিপর্যয় এবং শিক্ষার্থীদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ বন্ধ রাখতে হয়েছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.