প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৪৭ পি.এম
দেনমোহর নিয়ে বিরোধে বাবাকে কুড়াল দিয়ে হত্যা করল ছেলে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে তাঁরই ছেলের কুড়ালের আঘাতে। জানা গেছে, গতকাল রোববার রাতে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে বিয়ের দেনমোহর নিয়ে বাবা ও ছেলের মধ্যে তর্কবির্তক শুরু হয়। এই তর্কবির্তকের পরিপ্রেক্ষিতে ছেলে নোমান হোসেন (৩০) তাঁর বাবাকে কুড়াল দিয়ে আঘাত করেন, ফলে বাবার মৃত্যু ঘটে।
নিহত ব্যক্তির নাম মামুন মিয়া (৬১), তিনি কলাজুরা গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে, যখন মামুন মিয়া তাঁর ছেলের বিয়ের জন্য নির্ধারিত দেনমোহর নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ছেলের বিয়ে নিয়ে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং একপর্যায়ে ছেলের হাতে কুড়ালের আঘাতে গুরুতর আহত হন বাবা। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছেলে নোমান হোসেন পালিয়ে যান, এবং পুলিশ তার খোঁজে অভিযান চালাচ্ছে। বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, বাবার সঙ্গে ছেলের তর্কবির্তক ছেলের বিয়ের দেনমোহর নিয়েই ছিল। হামলার পর ছেলেকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, তবে এখন পর্যন্ত কেউ এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং পুরো গ্রামজুড়ে এটি নিয়ে আলোচনা চলছে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.