প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:২৬ পি.এম
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা
ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ আগামী ২৫ ও ২৬ নভেম্বর বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের সকল শ্রেণি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ থাকবে।
এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার ফলে কলেজের বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম লুট করে নিয়ে যায় হামলাকারী শিক্ষার্থীরা। এর পর, আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ী এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। এ সময় দুই কলেজের শিক্ষার্থী, স্থানীয় জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
এ ঘটনার সূত্রপাত হয় গতকাল, যেখানে ভুল চিকিৎসার কারণে এক শিক্ষার্থী, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আজকের হামলা সেই আগের দিনের ঘটনার প্রতিশোধ হিসেবে করা হয়েছে বলে জানা যায়।
সংঘর্ষের ফলে যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.