আজ সোমবার সকাল ১০টা নাগাদ ঢাকার বাতাসের মান ছিল "ঝুঁকিপূর্ণ" পর্যায়ে। আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শহরের বায়ু মান ছিল ৩১৬, যা মানুষের জন্য বিপজ্জনক অবস্থার সংকেত।
বিশ্বের ১২০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল বায়ুদূষণের তৃতীয় স্থানে। একই সময়ে, ভারতের নয়াদিল্লি বায়ু মানের শীর্ষে ছিল, যেখানে স্কোর ছিল ৪৬৩, এবং দ্বিতীয় অবস্থানে ছিল বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো (৩৩৬ স্কোর)।
গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঢাকার বাতাস ছিল খুবই অস্বাস্থ্যকর। বায়ু দূষণের বিষয়টি নিয়মিতভাবে প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার, যা শহরের বাতাসের মানের লাইভ সূচক তৈরি করে এবং লোকজনকে সতর্ক করে। এই সূচকটি শহরের বাতাস কতটা বিশুদ্ধ বা দূষিত, তা সম্পর্কে সরাসরি তথ্য প্রদান করে।
এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, যদি বাহিরে যেতে হয় তবে মাস্ক পরা উচিত। খোলা জায়গায় শারীরিক ব্যায়াম থেকে বিরত থাকতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।