প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১০:১৭ এ.এম
সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশায় ফ্লাইট চলাচলে প্রতিবন্ধকতা
সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচলে বিপর্যয় সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে দুটি ফ্লাইট নামতে পারেনি, যার ফলে যাত্রীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানিয়েছেন, সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, এবং দৃষ্টিসীমা ছিল মাত্র ৩০০ মিটার। সাধারণত উড়োজাহাজ চলাচলের জন্য দৃষ্টিসীমা কমপক্ষে ২০০০ মিটার প্রয়োজন হয়। ফলে এই ঘন কুয়াশা ও শীতের কারণে ফ্লাইট পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালে হঠাৎ করে আকাশে কুয়াশা ঢুকে যায়, যার কারণে ভিজিবিলিটি কমে যায়। এর ফলস্বরূপ, এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। তিনি আরও বলেন, শীতকালে এমন পরিস্থিতি স্বাভাবিক, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে উড়োজাহাজের চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এ পরিস্থিতিতে যাত্রীরা কিছু সময়ের জন্য অপেক্ষা করছেন, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদী যে, শীঘ্রই পরিস্থিতি উন্নত হবে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.