প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৪৬ এ.এম
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজারের কাছাকাছি প্রবাসী আটক
সৌদি আরবে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই সময়ে মোট ১৯,৬৯৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সৌদি আরবের আবাসন, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১,৩৩৬ জনকে আবাসন আইন ভঙ্গের জন্য, ৫,১৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করার জন্য এবং ৩,১৮৪ জনকে শ্রম সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, ১,৫৪৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। আটক হওয়া প্রবাসীদের মধ্যে ৬৫% ইথিওপিয়ান, ৩২% ইয়েমেনি এবং বাকি ৩% অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া, ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা গ্রেপ্তারকৃতদের আশ্রয় ও পরিবহন দেয়ার জন্য সহায়তা করেছেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.