গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সাফারি কিংডম থেকে দুটি মূল্যবান গ্রিন উইং ম্যাকাও পাখি চুরি করা হয়েছিল। চুরির ঘটনা ঘটে ২২ নভেম্বর রাতে এবং পরদিন ২৩ নভেম্বর সকালে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশের সহায়তায়, চুরির ঘটনায় ১০ হাজার টাকায় একটি পাখি বিক্রি করা অবস্থায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম মো. আরিফ (২৮)। তিনি গাজীপুরের শ্রীপুরের রাথুরা ইন্দ্রপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে।
এদিকে, উদ্ধার করা পাখিটির মূল্য এক লাখ থেকে চার লাখ টাকার মধ্যে হতে পারে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু হলে পুলিশ জানতে পারে যে, চুরি হওয়া পাখিগুলো গাজীপুরের টঙ্গী এলাকার একটি পাখির হাটের কাছাকাছি ছিল। এরপর ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার এবং বন অধিদপ্তরের বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায় এবং পাখিটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল জানায়, একজন ব্যক্তি জানিয়েছিলেন যে, পাখিটি তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার উদ্দেশ্যে কিনেছিলেন।
এ ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে আরো তথ্য পাওয়ার ভিত্তিতে অপর পাখিটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।