প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৫৭ পি.এম
কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কমিটি গঠন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার ১৯৩ সদস্যের একটি নতুন কমিটি গঠন করেছে, যা মহানগর পর্যায়ে তাদের প্রথম কমিটি। এর আগে দেশের ১০টি জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হলেও, এবার মহানগরে এই কমিটি প্রতিষ্ঠিত হল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং মুহাম্মাদ রাশেদুল হাসানকে সদস্যসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে, পাশাপাশি কমিটিতে ১১ জন যুগ্ম আহ্বায়ক, ১৬ জন যুগ্ম সদস্যসচিব, ২৮ জন সংগঠক এবং ১৩৪ জন সদস্য রয়েছে।
এছাড়া, এর আগে দেশের বিভিন্ন জেলা যেমন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ এবং জামালপুরে তাদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হবে এবং সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.