• বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

প্রাইভেট শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু, ট্রাকের সঙ্গে ধাক্কায় একজনের মৃত্যু

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজ ছাত্র। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নেহাল খান (২০)। তিনি সৈয়দপুর শহরের নয়া বাজার এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। নেহাল শহরের সানফ্লাওয়ার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, নেহাল খান তার দুই বন্ধু নিয়ে প্রাইভেট পড়াশোনা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নেহালসহ তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নেহাল খানকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত নেহাল খানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/