প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৭:২৫ পি.এম
বগুড়ায় আলুবীজের অভাবে কৃষকদের মহাসড়ক অবরোধের প্রতিবাদ।
বগুড়ার শেরপুর উপজেলায় আলুবীজের অভাবে কৃষকরা মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার শতাধিক কৃষক উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে প্রধান সড়কটি অবরোধ করেন, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক শ গাড়ি আটকে পড়ে। পরবর্তীতে তাঁরা উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পাশে অবস্থান নেন।
অবরোধে অংশগ্রহণ করা কৃষকরা অভিযোগ করেছেন, বাজারে আলুবীজের চাহিদা অনুযায়ী সরবরাহ নেই এবং নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বীজ পাওয়া যাচ্ছে। তাঁদের দাবি, ডিলাররা সরবরাহ কম থাকার কথা বলছেন, ফলে শেরপুরের প্রায় ১০ ইউনিয়নের কৃষকরা জমি প্রস্তুত করেও আলুবীজের অভাবে চাষ শুরু করতে পারছেন না। উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ২,৭০০ হেক্টর, কিন্তু চাহিদা মেটাতে প্রয়োজনীয় বীজ সরবরাহের পরিমাণ অনেক কম।
কৃষকদের অভিযোগ, কিছু কোম্পানি, যেমন ব্র্যাক এবং বিএডিসি, চাহিদার তুলনায় অনেক কম বীজ সরবরাহ করছে। কৃষকরা জানিয়েছেন, এক কেজি ‘এ’ গ্রেড আলুবীজের দাম ৭৯ টাকা নির্ধারিত হলেও বাজারে তা দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বীজের জন্য তাদের এই তীব্র প্রতিবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, তিনি কৃষকদের অভিযোগ শুনেছেন এবং দ্রুত বিষয়টির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.