বাংলাদেশ দল জানে যে এই ছয়টি ম্যাচ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, আপাতত তাদের মনোযোগ আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই সীমাবদ্ধ। সিরিজটি শুরু হবে ২৭ নভেম্বর, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ হলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সিলেটে যাত্রা করবে দুই দল। সেখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি।
এই সিরিজকে ঘিরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার গ্রুপ। সংবাদ সম্মেলনে এই স্পন্সরের নাম ঘোষণা করা হয়, যেখানে টাইটেল স্পনসরের ব্র্যান্ড নাম থাকবে ‘সেনোরা, পাওয়ারড বাই রুচি’।
বিসিবির হেড অব উইমেন্স উইং হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, “বিশ্বকাপের আগে আমাদের ছয়টি ম্যাচ বাকি। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। আমরা এখন এই সিরিজটিই নিয়ে ভাবছি, কারণ ঘরের মাঠে খেলার সুবিধা থাকবে।”
তিনি আরও বলেন, “মেয়েরা দীর্ঘ সময় ধরে সিরিজটির প্রস্তুতি নিচ্ছে। তারা ধারাবাহিকভাবে খেলার মধ্যে ছিল, কিছুদিন বিশ্রামে ছিল এবং এখন আবার প্রস্তুতি শুরু করেছে। উন্নতি হয়েছে এবং আশা করছি মাঠে ভাল ফল পাবো।”
বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগের চাপ কিছুটা হলেও দলের জন্য মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তবে হাবিবুল বাশার মনে করেন, এটি দলের জন্য একটি সুযোগও। “এটা খুব স্বাভাবিক যে, চাপ থাকবে, কারণ সবাই ভালো করার জন্য মুখিয়ে থাকে। তবে, তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং স্বপ্ন দেখছে বিশ্বকাপে সরাসরি খেলার। হোম কন্ডিশনে খেলার সুবিধা থাকায় আমরা আশা করছি, তারা ভালো করবে।”
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমূল আবেদীন, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ।