প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১০:১১ পি.এম
সেনাবাহিনী প্রধানের কক্সবাজার এলাকা পরিদর্শন
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্প্রতি কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার অঞ্চল পরিদর্শন করেন। তিনি গত রোববার ও সোমবার এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
এই সফরের অংশ হিসেবে সেনাপ্রধান রামু সেনানিবাসে অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন পরিস্থিতি উন্নত করার জন্য নতুন পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ এবং ‘স্বপ্নচূড়া’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব আবাসন প্রকল্প সেনাসদস্যদের বসবাসের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর পাশাপাশি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধানের সহধর্মিনী সারাহনাজ কমলিকা জামান কক্সবাজারের রামু সেনানিবাসে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান 'প্রয়াস' উদ্বোধন করেন। এ সময় তিনি ‘রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ রাখার ঘোষণা দেন। নতুন নামের ফলক উন্মোচন করেন তিনি। উল্লেখ্য, শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার ২৪ সেপ্টেম্বর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাসদর এবং রামু সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও শহীদ লেফটেন্যান্ট তানজিমের পরিবারের সদস্যরা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য সেনা সদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী, এবং ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’-এর শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.