প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১০:০৬ পি.এম
আমির হোসেন আমু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। সোমবার, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন গ্রহণ করে আদালত এই আদেশ দেন, যার আওতায় আমির হোসেন আমুর মেয়ে সুমাইয়া হোসেন, সহকারী একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ ও তাঁর স্ত্রী রাফেজা মজিদও রয়েছেন। দুদক জানায়, আমির হোসেন আমুর বিরুদ্ধে ঘুষ, নিয়োগ বাণিজ্য, টেন্ডার দুর্নীতি এবং সরকারি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে, এবং তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী তদন্তে তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ যেমন বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের তদন্তও চলছে। ৬ নভেম্বর ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে তিনি ১৫টি মামলা এবং হত্যার অভিযোগে অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.