দেশের বাজারে শুরু থেকেই সাড়া জাগানো ব্র্যান্ড ‘হেড গিয়ার’ এখন নিজেদের ব্যবসা আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই টুপি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি গত বছরগুলোতে স্থানীয় বাজারে ব্যাপক পরিচিতি লাভ করেছে, এবং এখন দুবাই ও ভারতসহ অন্যান্য দেশেও তাদের উপস্থিতি তৈরি করতে চায়। প্রতিষ্ঠানের তিন উদ্যোক্তা—ইকরামুল হক, মো. ইমরান হোসেন এবং ইফতেখার আহমেদ—ব্যবসায়ের শুরুর দিকের সংগ্রাম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
হেড গিয়ারের যাত্রা শুরু হয়েছিল অত্যন্ত সাধারণভাবে। ইমরান হোসেন, যিনি আগে বিয়েশাদির অনুষ্ঠানে ব্যবসা করতেন, একদিন টুপি বিক্রির ধারণা নিয়ে কাজ শুরু করেন। ফেসবুকে একেবারে সাধারণভাবে টুপি বিক্রি শুরু করার পর, তাদের ব্র্যান্ডে নজর পড়ে ক্রেতাদের। প্রথমে অন্যান্য ব্র্যান্ডের স্টকলট পণ্য বিক্রি করলেও, পরবর্তীতে নিজস্ব ডিজাইন ও উৎপাদন শুরু করেন তারা। প্রথম বছরে সাফল্য অর্জন করার পর, ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইকরামুল হককে অংশীদার হিসেবে যুক্ত করেন, যিনি আগে তৈরি পোশাক শিল্পে অভিজ্ঞ ছিলেন।
প্রতিষ্ঠানের তিন উদ্যোক্তা একত্রে বিভিন্ন দেশে প্রদর্শনীতে অংশ নিয়ে হেড গিয়ারের ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর কাজ শুরু করেছেন। গত মাসে দুবাইয়ের আন্তর্জাতিক প্রদর্শনী ‘জিটেক্স’-এ অংশগ্রহণের পর, তাঁরা সেখানে ব্যাপক সাড়া পেয়েছেন। বর্তমানে হেড গিয়ার বাজারে ৩৫০ ধরনের টুপি নিয়ে কাজ করছে, এবং বিভিন্ন দেশের বাজারে এর ব্যবসা সম্প্রসারণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের লক্ষ্য শুধু দেশে নয়, বিশ্বের অন্যান্য স্থানে নিজেদের ব্র্যান্ড প্রতিষ্ঠা করা।
এ প্রসঙ্গে, উদ্যোক্তা ইমরান হোসেন বলেন, “যেকোনো ব্যবসায় নামার আগে বাজার বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা। এখন আমরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারে নিজেদের স্থান তৈরি করতে চাই।”