প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১০:৩০ পি.এম
রংপুর থেকে উপদেষ্টা না হলে ৩ দিনের মধ্যে ‘নর্থ বেঙ্গল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা
রংপুরে ছাত্র-জনতা দাবী জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নিয়োগ না দিলে তারা ‘নর্থ বেঙ্গল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করবে। রংপুরের ছাত্র-জনতাদের মতে, গত ১৫ বছরে রংপুর বিভাগ অবহেলিত ও বৈষম্যের শিকার হয়েছে, এবং তিস্তা নদীসহ কৃষি অর্থনীতির সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতীয় নাগরিক কমিটির সদস্য আলমগীর নয়ন সংবাদ সম্মেলনে জানান, রংপুর থেকে উপদেষ্টা না নিয়োগ দেওয়া হলে তারা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় একযোগে সড়ক অবরোধ করবে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.