গাজীপুরের বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যখন শামসুল হক (৬৫) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৪৯), পাশাপাশি দুই মিস্ত্রি তানজিল হোসেন (২৩) এবং মো. রাব্বি (২২) একটি গ্যাস সিলিন্ডারের লিকেজ মেরামত করছিলেন। হঠাৎ সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হয়ে আগুন লেগে যায়, এবং ঘটনাস্থলে সবাই দগ্ধ হয়ে পড়ে। দগ্ধ হওয়া ব্যক্তিরা দ্রুত স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে প্রথমে একটি হাসপাতালে ভর্তি হন, পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, তানজিল ও রাব্বির শরীরের ২০% এবং ২৩% পুড়ে গেছে, যার কারণে তাদের অবস্থা গুরুতর এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, শামসুল হক ও রাজিয়া বেগমের শরীরের ৫% এবং ৪% পুড়ে গেছে, কিন্তু তাদের অবস্থা তুলনামূলক ভালো হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনা গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহারের গুরুত্ব পুনরায় মনে করিয়ে দেয়, এবং সিলিন্ডারের লিকেজের কারণে এমন ভয়াবহ পরিস্থিতি এড়াতে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।