রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ূন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান জানিয়েছেন, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে লাশগুলো সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ দুর্ঘটনায় বাসটির চালক ও এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে থানা-পুলিশ।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমায়। তাদের অনেকেই মহাসড়কে দ্রুতগামী যানবাহনের বেপরোয়া চালনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।
https://slotbet.online/