জয়পুরহাটের সদর উপজেলার বুজরুক গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রামের কবরস্থানের পাশে বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় নুর আলম (২৫) নামের ওই ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। পুলিশ সূত্র জানায়, লাশের একটি চোখে পোকা ধরেছে এবং ধারণা করা হচ্ছে তিনি ৪৮ ঘণ্টা আগে মারা গেছেন। এটি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
নিহত নুর আলম সদর উপজেলার বুজরুক গ্রামের এবন মণ্ডলের ছেলে এবং মঙ্গলবাড়ি বাজারে গার্মেন্টস পণ্যের ব্যবসা করতেন। গত সোমবার দুপুরে তিনি বাড়ি থেকে খাবার নিয়ে দোকানের উদ্দেশে বের হন কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি।
আজ দুপুর ১২টার দিকে বুজরুক গ্রামের খেলার মাঠের পাশে এক বৃদ্ধা নারী বাঁশঝাড়ে পাতা কুড়াতে গিয়ে নুর আলমের ঝুলন্ত লাশ দেখতে পান। প্রতিবেশীরা পুলিশকে জানালে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
শাহেদ আল মামুন বলেন, “নুর আলমের নিখোঁজের বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে তদন্ত চলছে।”