সিরাজগঞ্জের কাজীপুরে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে মাইজবাড়ি গ্রাম থেকে গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাইজবাড়ি গ্রামের রাকিব হাসান ওরফে মিস্টার (২৭) এবং শামিম রেজা (৩২)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, ৩ নভেম্বর গোপন ক্যামেরার সাহায্যে এক নারীর গোসলের ভিডিও ধারণ করেন ওই যুবকরা। এরপর তাঁরা ওই নারীকে ব্ল্যাকমেইল করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগীর স্বামী বিষয়টি সেনাবাহিনী ক্যাম্পে লিখিতভাবে জানান এবং থানায় মামলা করেন। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
কাজীপুর থানার ওসি নুরে আলম জানান, বৃহস্পতিবার বিকেলে বিচারকের কাছে হাজির করা হলে, আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।