দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে এ বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১,২০৯ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভিন্ন অঞ্চলে সংক্রমণ ও মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগেও একজনের মৃত্যু হয়েছে। ঢাকার উত্তরের হাসপাতালগুলোতে ২৫১ জন এবং দক্ষিণের হাসপাতালে ১৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪,৩২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এ বছরের পরিসংখ্যান
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯,৪৫৬ জন। এর মধ্যে গত মাসেই ভর্তি হয়েছেন ৩০,৮৭৯ জন এবং এ মাসের প্রথম সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৭,৬৩৯ জন, মৃত্যু হয়েছে ৪০ জনের।
বাংলাদেশে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে গত বছর, যেখানে ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।
https://slotbet.online/