ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও নৌবন্দরে পণ্য খালাসের দীর্ঘসূত্রতা কমাতে দ্রুত কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও বস্ত্র এবং পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সোমবার তিনি পানগাঁও নৌবন্দর, আনন্দ শিপইয়ার্ড, নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) এবং ডেক অ্যান্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টারের (ডিইপিটিসি) চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এসময় বন্দরটিকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এম সাখাওয়াত হোসেন দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে রাজস্ব কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা দেন। তিনি বলেন, কেরানীগঞ্জে অবস্থিত হওয়ায় পানগাঁও একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর এবং সরকার এ বন্দরকে আরও কার্যকর এবং লাভজনক করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নৌপরিবহন উপদেষ্টা আরও জানান, স্টেকহোল্ডারদের সঙ্গে ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং চট্টগ্রাম-পানগাঁও নৌরুটের ভাড়া বৃদ্ধির বিষয়ে দ্রুততার সাথে বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। তিনি ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে জেটি ও পার্ক নির্মাণের নির্দেশ দেন। এ ছাড়া নৌপথে ভাসমান রেস্তোরাঁ এবং পর্যটন জাহাজ চালুর নির্দেশও দেন তিনি।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।