• বুধবার, ২১ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

কুমিল্লা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি বিয়ার ক্যানও উদ্ধার করা হয়। আজ রোববার বেলা ২টার দিকে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানার শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং প্রয়াত আয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।

লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন জানান, শনিবার সন্ধ্যায় কুমিল্লা ১০ ব্যাটালিয়নের শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সীমান্ত পিলার ২০৮৪/৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, মামলা দায়ের শেষে রোববার তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
https://slotbet.online/