প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ১০:৪৪ পি.এম
পুলিশের পোশাক পরে গরু চুরি: চট্টগ্রামে অপ্রত্যাশিত ঘটনা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের পোশাক পরে একটি খামারের দুটি গরু লুট করার অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে শিকলবাহা ইউনিয়নের শাহ অহিদিয়া ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের তথ্যে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল নৌকায় এসে খামারের তত্ত্বাবধায়ক মো. হোসেনকে মারধর করে দুটি গরু লুট করে। খামারের মালিক মো. ইকবাল বাহার দাবি করেছেন, দুষ্কৃতকারীরা প্রায় তিন লাখ টাকার গরু দুটি নিয়ে গেছে এবং তিনি থানায় মামলা করার পরিকল্পনা করছেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, খামার মালিকের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Prime Vision 24. All rights reserved.