• বুধবার, ২১ মে ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী জাফর উল্যা নামের এক টমটমচালককে হত্যার মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম রিমান্ডের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান আসামি রহিম উল্লাহর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির পর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া আদালতের আদেশ নিশ্চিত করেছেন।

র‍্যাবের হাতে ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে রহিম উল্লাহ আটক হন। পরে টমটমচালক জাফর উল্যা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


More News Of This Category
https://slotbet.online/