• বুধবার, ২১ মে ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

ব্যারিস্টার সুমন ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার, হত্যার মামলায় অভিযুক্ত

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মিরপুর ৬ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, ব্যারিস্টার সুমন তাঁর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন এবং মিরপুর ও আদাবর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়ার কিছু পরে ব্যারিস্টার সুমন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে তিনি লেখেন, “আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

উল্লেখ্য, ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে সরকারে সংশ্লিষ্ট বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ব্যারিস্টার সুমনও অন্তর্ভুক্ত।


More News Of This Category
https://slotbet.online/