সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা পুনরায় চালু ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বাইপাইল মোড়ে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে এই অবরোধ শুরু হয়, যার ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে। বেলা দুইটা পর্যন্ত শ্রমিকদের এই অবরোধ চলার খবর পাওয়া গেছে।
অবরোধকারী শ্রমিকরা জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামক কারখানার শ্রমিক। কারখানাটির কর্তৃপক্ষ দুই মাস আগে এক মাসের বেতন বকেয়া রেখে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। ফলে গত তিন মাস ধরে বেতন ও ভাতা না পাওয়ায় শ্রমিকরা চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।
এক পুরুষ শ্রমিক জানান, "তিন মাসের বেতন বকেয়া রয়েছে। ফ্যাক্টরি বন্ধ থাকায় ভাড়া দিতে পারছি না, বাড়িওয়ালা রুম ছেড়ে দিতে বলেছে। আমাদের দাবি, ফ্যাক্টরি চালু থাক বা বন্ধ থাকুক, আমাদের বকেয়া পরিশোধ করতে হবে। পুরো বকেয়া না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।"
আরেকজন শ্রমিক অভিযোগ করেন যে, বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয়ের আশ্বাস পাওয়ার পরও তাদের বেতন পরিশোধ করা হয়নি। এক নারী শ্রমিক আরও বলেন, "আমরা তিনবার ঢাকার হেড অফিসে গেছি বেতনের জন্য, কিন্তু আশ্বাস ছাড়া কোনো ফল পাইনি।"
এসব ঘটনার বিষয়ে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম জানান, কয়েক মাস ধরে কারখানাটিতে বেতন সংক্রান্ত সমস্যা চলছে এবং কারখানার কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে রেখেছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ, বিজিএমইএ এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, "আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি যেন তারা সড়ক থেকে সরে যায়। একই সঙ্গে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যেন শ্রমিকদের পাওনাগুলো দ্রুত পরিশোধ করা হয়।"
শ্রমিকদের এই অবরোধের কারণে আশুলিয়ার বাইপাইল মোড়সহ আশেপাশের সড়কগুলোতে যানজটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জন্যও অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।