নাটোরের বড়াইগ্রামে মাছ পরিবহনের ট্রাকের ধাক্কায় দূরপাল্লার একটি বাসের দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার রাত নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুরমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শফিকুল ইসলাম (২৮) এবং উৎসব দত্ত (৫৪), যাঁরা ন্যাশনাল ট্রাভেলস বাসের যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটে যখন ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের বাসটি রেজুরমোড়ে পৌঁছালে পেছন থেকে একটি মাছ পরিবহনের ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেন এবং আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।