সৌদি প্রো লিগে গতকাল রাতে আল শাবাবের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে আল নাসর। ম্যাচটি ১-১ সমতায় চলছিল এবং মনে হচ্ছিল আল নাসর হয়তো ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তবে যোগ করা সময়ে নাটকের নতুন মোড় নেয়। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে আল নাসর পেনাল্টি পায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান, ফলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।
ম্যাচে নাটকের এখানেই শেষ ছিল না। কিছুক্ষণ পর আল শাবাব পাল্টা পেনাল্টি পায়, তবে আল শাবাবের স্ট্রাইকার আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করেন। তার এই মিসের ফলে আল নাসর পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল। ৬৯ মিনিটে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন আইমেরিক লাপোর্ত। তবে ৯০ মিনিটে আত্মঘাতী গোল করেন আল নাসরের আলী আলহাসান, ফলে সমতায় ফেরে আল শাবাব। শেষ মুহূর্তের রোমাঞ্চকর ঘটনাপ্রবাহ আল নাসরকে ২-১ গোলে জয় এনে দেয়।
এই জয়ের পর ৭ ম্যাচে ৫ জয় এবং ২ ড্র নিয়ে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭, যা তাদের দ্বিতীয় স্থানে তুলে নিয়েছে। অন্যদিকে, আল শাবাব সমান ম্যাচে ৪ জয় এবং ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।
রোনালদো এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে নিজের গোলসংখ্যাকে আরও সমৃদ্ধ করেছেন। আল নাসরের হয়ে ৫৪ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৫, সাথে রয়েছে ১৫টি অ্যাসিস্ট। এছাড়া, তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯০৭-এ পৌঁছেছে।
জয়ের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের ছবি পোস্ট করে লেখেন, "আমরা কখনো হাল ছাড়ি না।"