• বুধবার, ২১ মে ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১৫

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তাঁদের সবার বয়স ১৮ বছরের বেশি বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই জানান, ঢাকাগামী ঝিনাইদহের বাস “গ্রিন এক্সপ্রেস” এবং সাতক্ষীরাগামী আরেকটি বাসের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এই দুর্ঘটনা আবারও মহাসড়কে নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে এবং দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।


More News Of This Category
https://slotbet.online/