পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আঘাতের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় কয়েকজন যুবক পূজার মঞ্চ লক্ষ্য করে বোতল নিক্ষেপ করে। এরপর স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তারা ছুরিকাঘাত করে, এতে পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি কাচের বোতল উদ্ধার করেছে, যা আংশিক জ্বলে যায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে দীপ্ত দে, ঝন্টু ধর, খোকন ধর, সাগর ঘোষ ও মো. রমিজ উদ্দিন রয়েছেন। তাঁরা সবাই মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ এই ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মণ্ডপের নিরাপত্তা বাড়ানো হয়েছে।