• বুধবার, ২১ মে ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

কক্সবাজারে গোসল করতে নেমে ভেসে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার সাড়ে চার ঘণ্টা পর মো. আসমাইন (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর দুইটার দিকে কক্সবাজারের সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে সমিতিরপাড়া এলাকায় তার লাশ ভেসে আসে।

সকালে আসমাইন তার বন্ধুদের সঙ্গে সৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় সমুদ্রের স্রোত বেশ উত্তাল ছিল। ছয়জন কিশোর একসাথে গোসলে নামলেও স্রোতের তীব্রতায় তিনজন ভেসে যায়। স্থানীয় লাইফগার্ডের কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আসমাইন গভীর সাগরে ভেসে যায়। পরে বেলা দুইটার দিকে তার লাশ ভেসে ওঠে।

নিহত কিশোরের পরিচয়

নিহত কিশোর মো. আসমাইন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা করিমুল হকের ছেলে। সে শহরের কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। লাইফগার্ডের কর্মী মো. ওসমান গণি বলেন, সৈকতে লাল নিশানা ওড়ানো হলেও কিশোররা তা উপেক্ষা করে গোসলে নামে, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় লাইফগার্ডের কর্মীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বেশ কিছুদিন ধরে উত্তাল রয়েছে। সৈকতে লাল নিশানা ওড়ানো হয় পর্যটকদের সতর্ক করার জন্য, যেন তারা উত্তাল সমুদ্রে না নামেন। বিশেষ করে নির্জন সৈকতে গোসলে নামার আগে পরিবেশ-পরিস্থিতি ভালোভাবে দেখে নামা উচিত।

 


More News Of This Category
https://slotbet.online/