রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীর পাড় থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেলে উপজেলার ইউসুফপুর এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয় এবং রাতে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ গ্রামের বাসিন্দা আইনুল হক (৫৫) ও শোয়েব নবী শেখ (৪০)। রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল জানান, পদ্মা নদীর পাড় থেকে সন্দেহজনকভাবে তাঁদের আটক করা হয় এবং তাঁরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বিজিবি ভারতীয় দুই নাগরিককে থানায় হস্তান্তর করেছে এবং তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। আজ তাঁদের আদালতে হাজির করা হবে।
https://slotbet.online/