ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গতকাল সোমবার পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আশুলিয়া থানা-পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনাটি ঘটে টঙ্গাবাড়ি এলাকায়, যেখানে শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, এবং ভাঙচুরের ঘটনা ঘটায়। শ্রমিকদের অভিযোগ ছিল যে তাঁদের দাবিদাওয়ার প্রতি কারখানা কর্তৃপক্ষ সাড়া দেয়নি এবং কারখানা বন্ধ ঘোষণার পরে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি।
এজাহার অনুযায়ী, শ্রমিকরা মণ্ডল নিট ওয়্যারস লিমিটেড কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে গুজব ছড়িয়ে পড়ে যে যৌথ বাহিনী কারখানার কিছু শ্রমিককে আটক করে রেখেছে। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং উচ্ছৃঙ্খল শ্রমিকরা যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ছোড়তে শুরু করেন। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গুরুতর আহত হন।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি যানবাহন এবং কারখানার সম্পদও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে শ্রমিক মো. কাউসার খান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর, এবং শ্রমিকদের উপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা ১,১০০ থেকে ১,২০০ জনকে আসামি করা হয়েছে এবং ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।